স্টাফ রিপোর্টার(ঢাকা), রাজবাড়ী টুডে ডট কম:
সদ্য কারামুক্ত বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময় করছেন দলের নেতা-কর্মীরা।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্রদল নেতারা।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনিরুজ্জামান গাজী মানিকের নেতৃত্বে ছাত্রদল নেতারা রিজভীর সাথে সাক্ষাৎ করেন।
এসময় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহানসহ কেন্দ্রীয় ও ঢাকা কলেজ শাখার নেতারা উপস্থিত ছিলেন।