খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে ডট কম: পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে।সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরমধ্যে রাজবাড়ির এসপি জিহাদুল কবির পিপিএম হচ্ছেন পাবনার এসপি ও এপিবিএন-১১ এর এসপি সালমা বেগম হচ্ছেন রাজবাড়ির এসপি।
রাজবাড়ীসহ দেশের ২৮ জন এসপিকে বদলী করা হয়েছে।
বদলির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বেশ কয়েকটি বিভাগে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।