কাজী তানভীর মাহমুদ-রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ী জেলা সদরের মূলঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মোল্লা (৪৫) এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষাথী ও গ্রামবাসী।
রোববার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনের আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ করে।
মানববন্ধনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,এলাকাবাসী ও রাজবাড়ী জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তরা বলেন,শিক্ষক জাকির হোসেনের উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা নিন্দনীয় ও লজ্জাসকর।হামলার সাথে বিদ্যালয়ের ছাত্ররা জরিত রয়েছে বলে জানা গেছে।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তরা বলেন,অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করার।
মানববন্ধনে অংশ নেন, রাজবাড়ী জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি গাজী আহসান হাবীব,সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন,মূলঘর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মোহম্মদ আলী,ভগিনাথপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম,বিদ্যালয়রে সহকারী শিক্ষক মমিনুল ইসলাম,বাবুল আক্তার,মামুনুল ইসলাম,বিনয় কুমার বিশ্বাস,শফিকুল ইসলাম,পারভীন আক্তার,রাফেজা খাতুন,মাহাতাব উদ্দিন মানিক প্রমূখ।
উল্লেখ্য,গত ২২ অক্টোবর রোববার দুপুর ১টার দিকে প্রধান শিক্ষক জাকির হোসেন মোল্লা বিদ্যালয় থেকে মটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে একদল হামলাকারী তার পথ রোধ করে তাকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে জখম করে।বর্তমানে শিক্ষক জাকির ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।