কাজী সেলিম মাবুদ, রাজবাড়ী টুডে ডট কম:
রাজবাড়ীর পাংশা পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের আবির মন্ডল (১০) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, নিহত আবির মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোদিমোড়া ইউপির আকুবপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে। আবির তার এলাকায় পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্র।
আবির গত ৩দিন আগে নানী বাড়ি পাংশা পৌরসভাধীন লক্ষীপুর গ্রামে বেড়াতে আসে। ২২ অক্টোবর শনিবার দুপুরে আবির নানী বাড়ি থেকে ফুফু বাড়ির পুকুরে গোসল করতে নামে।
দীর্ঘ সময় পাড় হয়ে গেলেও আর উঠে না আসায় তার ফুফু ও নানী বাড়ির লোকজন পুকুরে আবিরকে অচেতন অবস্থায় পায়।
ফুফু বাড়ির লোকজন আবিরকে অচেতন অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।