বিশেষ প্রতিনিধি (ঢাকা), রাজবাড়ী টুডে ডট কম: জমকালো আয়োজনে রাজধানীর সোহারাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের দু’দিনের জাতীয় কাউন্সিল।
এই কাউন্সিলে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমন্ত্রণ জানানো হয় বিএনপিকেও। আমন্ত্রণ পাওয়ার পর থেকে বিএনপির ভিতরে বাইরে চলতে থাকে আলোচনা। কাউন্সিলে যাচ্ছে কিনা বিএনপি?
শুক্রবার অনেকটা নিশ্চিত ছিলো আজ (শনিবার) আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিচ্ছে বিএনপির প্রতিনিধি দল।
নয়াপল্টনের কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছিলেন, অনুকূল পরিস্থিতি থাকলে যোগ দেবেন তারা।
কিন্তু আজ (শনিবার) দুপুরের বিরতি পর্যন্ত কোন প্রতিনিধিকে দেখা যায়নি সেখানে। দেশের অনেকের আশা ছিলো, এই কাউন্সিলে যোগ দিয়ে নিজেদের ওপর ‘জুলুম’র ফিরিস্তি তুলে ধরবেন বিএনপি নেতারা। অন্তত এই সোহরাওয়ার্দী উদ্যানে ৭/৮ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের অনুমতি চাইবে তারা। বলবে ‘আপনারা যেমন বিশাল আয়োজনে কাউন্সিল করছেন, একইভাবে আমাদেরকেও অনুমতি দেয়া হবে।’ এমন আলোচনা ছিলো বিভিন্ন পর্যায়ে।
শেষ পর্যন্ত হলো না। গেলেন না বিএনপির কোন প্রতিনিধি। কিন্তু কেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে বিএনপির সিনিয়র নেতা ও নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে যোগাযোগ করে ‘রাজবাড়ী টুডে ডট কম’।
দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আওয়ামী লীগের আজকের কাউন্সিলে যাচ্ছেন না বিএনপির কোন প্রতিনিধি। এর কারণ হিসেবে দলীয় সিদ্ধান্তের কথা জানান তিনি।
তবে বিএনপির গুলশান অফিসের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিএনপি চাচ্ছিল দলের যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি পাঠাবে। কিন্তু আাওয়ামী লীগের পক্ষ থেকে তা গ্রহন করা হয়নি। সূত্রটি আরও জানায়, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি পাঠাতে। তাতে রাজি হয়নি বিএনপি।
২০০৯ সালে বিএনপির জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের পক্ষ থেকে সহ-দপ্তর সম্পাদক অসীম কুমার উকিলকে পাঠানো হয়। আর চলতি বছরে বিএনপির কাউন্সিলে কোন প্রতিনিধি পাঠায়নি আওয়ামী লীগ। এই বাস্তবতায় বিএনপি মনে করছে, মহাসচিব পর্যায়ের নেতা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়াটা বিএনপির জন্য ইমেজ সংকটের পরিচায়ক।
এবিষয়ে জানতে চাইলে, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দলের সিনিয়র নেতাদের সিদ্ধান্ত না পাওয়ায় আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছেন না তারা।