মেহেদুল হাসান আক্কাছ, রাজবাড়ী টুডে ডট কম: গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কে স্থাপিত ট্রাক ওজন স্কেল আবার বিকল হয়ে পড়েছে।
গত রবিবার শেষ রাতে স্কেলের কম্পিউটার বিকল হয়ে পাড়ায় ওজন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে ট্রাক চালকরা।
জানা গেছে, মাত্র দুই সপ্তাহ আগে ঢাকার মেসার্স এ কে ভূইয়া এন্ড কোম্পানী টেন্ডারের মাধ্যমে দায়িত্ব পেয়ে মেরামতের কাজ করে। ঐ কোম্পানী কয়েক লাখ টাকার বিনিময়ে ৫টি গাডার ও ১১টি প্লেট সেটিং করে দেয়। ৭দিনের চুক্তিতে কাজ শেষ করার দুই সপ্তাহ পর আবারও বিকল হয়ে পড়েছে।
মেসার্স বেলাল এন্ড ব্রাদার্স কোম্পানী স্কেলটি স্থাপনের ৩মাস পর থেকেই বার বার বিকল হয়ে পড়ছে। এতে ওজন কর্যক্রম বন্ধ রেখে মেরামতের কাজ করতে হয়। এসময় লাক্ষ লাক্ষ টাকা সরকারী রাজস্ব কমে যায়।
সরেজমিনে দেখা যায়, কম্পিউটারের পরিবর্তে হাতে লিখে দেওয়া হচ্ছে ট্রাকের ওজন রশিদ। ট্রাকে বহনকৃত মালের চালান রশিদ দেখে দায়িত্বরত কর্মচারীরা এ কাজ করতে বাধ্য হচ্ছে।
মালের চালানের উপর ভিত্তি করে ওজন রসিদ লেখায় সরকারী রাজস্ব আদায় ঠিকমত হচ্ছে না। হাতে লিখে রসিদ দেওয়া সময় বেশী প্রয়োজন হয়। ফলে ট্রাকের লম্বা লাইন সৃষ্টি হয়।
এসময় আরও দেখা গেছে, অতিরিক্ত জনবল নিয়োগ করেও দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে না। এতে ভোগান্তীর শিকার হচ্ছে ট্রাক চালকরা। কাঠ ভর্তি ট্রাকের ওজন রশিদ না থাকায় তাদের কাছ থেকে উৎকোচ আদায় করা হচ্ছে। সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করে কাঠ ভর্তি ট্রাক চালক মাগুরার চান মিয়া।
দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি ম্যানেজার শফিকুল ইসলাম জানান, ওজন স্কেলের কম্পিউটারে সমস্যার কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি খুব দ্রুত কম্পিউটার ঠিক হয়ে যাবে এবং ওজনের কাজ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।