মো: মাহ্ফুজুর রহমান, রাজবাড়ী টুডে ডট কম:
‘বদলে যাচ্ছে জলবায়ু, বদলাচ্ছে খাদ্য ও কৃষি’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে রবিবার বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আলোচনার আয়োজন করা হয়।
রাজবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শ্রী নিবাস দেবনাথ এর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ম্যাজিষ্ট্রেট মো: মানোয়ার হোসেন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো: লূৎফর রহমান, মো: হারুন-অর-রশিদ, সদর উপজেলার কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মো: বাহা উদ্দিন শেখ প্রমুখ।
রাজবাড়ীর উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ কৃষক-কৃষানীরা আলোচনা সভায় অংশ গ্রহণ।