কাজী সেলিম মাবুদ, (পাংশা) রাজবাড়ী টুডে ডট কম:
রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা খাতুন (৫৯) না ফেরার দেশে চলে গেলেন ।
তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর, শনিবার সকাল ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন)।
জানা গেছে, শিক্ষানুরাগী, গুণী স্বনামধন্য এই শিক্ষিকা মাহফুজা খাতুন দীর্ঘদিন থেকে ঘাতক ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। বাঁচার লড়াইয়ে অবশেষে হেরে গেলেন তিনি।
তিনি এ্যাডভোকেট ফরহাদ আহম্মেদ এর স্ত্রী। এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তাঁর মৃত্যুর সংবাদে রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সকল সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ সহ পাংশার বিভিন্ন মহল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।