খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে ডট কম:
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ ভবনের পিছনের পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার ( ১৫ অক্টোবর) দুপরে দুই ঘন্টা পানিতে খোঁজার পর স্থানীয়রা লাশটি পায়।
জানা গেছে, সকাল দশটার দিকে এই যুবক পানিতে নামে। তা দেখেছেন কয়েকজন নারী। এর পর থেকে নিখোঁজ হয় সে।
আলিপুর বাজারের কয়েকজন অটোচালক জানান, ছেলেটি সম্ভবত মানসিক ভারসাম্যহীন। সে বাজারে তার শরীরের পোশাক খুলে ফেলে চলে যাচ্ছিলো। এরপর তারা ছেলেটিকে পোশাক পড়িয়ে দেন।
এই ঘটনার পরই ছেলেটি পানিতে নামে বলে ধারণা অনেকের।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
এই নিউজের ভিডিও……