মাসুদ রেজা শিশির, পাংশা প্রতিনিধি:
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত ১৫৩টি বন্যা আশ্রয় কেন্দ্র ভিডিও কনফারেন্স’র ম্যাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধোধন করেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সারা বাংলাদেশে এক যোগে এ বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন।
এর আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চরঝিকড়ী নিম্নধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় ৮৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বন্যা আশ্রয়ণ কেন্দ্রটির ফলক উন্মোচন করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে এম শফিকুল মোরশেদ আরুজ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, হাবাসপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির শাকিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ আশ্রয় কেন্দ্র নির্মাণের ফলে দূর্যোগকালীন সময় দূর্যোগ কবলিত এলাকার সাধারণ মানুষ কেন্দ্রটিতে অবস্থান করতে পারবে। একই সাথে নিরাপদে থাকতে পারবে বলে নদী তীরবর্তী মানুষের ধারণা।