রাজবাড়ী টুডে ডট কম: লিবিয়ায় পাচারের চেষ্টার সময় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৯ জনকে আটক করেছে র্যাব।
বুধবার বিকালে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।
র্যাব ৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি চন্দন দেবনাথ সাংবাদিকদের বলেন, এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে দুবাই হয়ে তাদের লিবিয়া যাওয়ার কথা ছিল। তাদের কাছে ভুয়া ভিসা ছিল।
তিনি আরও বলেন, তারা মানবপাচারের শিকার। পাচারকারী চক্রটির সন্ধানও পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।