মো: মাহ্ফুজুর রহমান, রাজবাড়ী টুডে ডট কম:
গোয়ালন্দে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাস ব্যাপী(০৫ অক্টোবর-০৪ নভেম্বর) জাতীয় ইদুর নিধন অভিযান ২০১৬ এর উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের হল রুমে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল । এসময় উপস্থিত ছিলেন দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো: আতর আলী সরদার, উজানচর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন ফকীর।
মাসব্যাপী এ অভিযানের উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলার ৪টি ইউপির কৃষি কাজের সাথে সম্পৃক্ত নারী-পুরুষ অংশ গ্রহণ করে।