স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে ডট কম: সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজার আবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খুলে দেয়া হয়েছে লাইফ সাপোর্ট।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা এখন লাইফ সাপোর্ট ছাড়া শুধু অক্সিজেনের সাহায্যে শ্বাস-প্রশ্বাস নিতে পারছে বলে জানিয়েছেন তার মামা।
বিকালে চিকিৎকের বরাত দিয়ে খাদিজার মামা জানান, ডান পাশ নাড়াচাড়া করলেও বাম পাশ আগের অবস্থায় আছে।
খাদিজার আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা।