ক্যামেরা বন্দি
———————-
মায়ের অাদর প্রতিক্ষণ
শিশু বাচ্চার ইচ্ছে,
দাড়িয়ে খোকা মায়ের প্রাণে
সু সময়টা খুজছে।
পুকুর পাড়ে গায়ের বধু
ধান ঝাড়ছে কুলায়,
অদূরে পাখি মুরগিগুলো
ধান খাচ্ছে বাচ্চায়।
পুকুর মাঝে নৌকা খানি
খাচ্ছে পবন দোলা,
প্রকৃতির সৌন্দর্য ক্যামেরা বন্দি
হালিম বিশ্বাসের তোলা।
কবি মাহফুজুর রহমান, রাজবাড়ী।
সময়কাল:
সন্ধ্যায় যত্রাকালীন ০৬:৩০
১৩/১০/২০১৬.