কাজী তানভীর, রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ী জেলার দৌলতদিয়া খাজাবাবা ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে কাশেদ কাফেলার তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় মহরমের শোক কে বুকে ধারন করে উত্তর দৌলতদিয়া খাজার মাঠ প্রাঙ্গনে এ তাজিয়া মিছিল হয়।
তাজিয়া মিছিলে ৩টি দলের প্রায় চার শতাধিক কাশেদ কাফেলার সদস্যরা অংশ নেয়।
এতে উপস্থিত ছিলেন, দৌলতদিয়া কাশেদ কাফেলা পরিচালনা উপ-পরিষদের দল পরিচালক প্রধান ও খাজাবাবা ওরশ পরিচালনা কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, সহকারী পরিচালক মোঃ আইয়ুব আলী খান, সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (নুরাল) প্রমূখ।
পরে ঐতিহাসিক কারবালা প্রান্তরের শহীদানদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।