দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে বাঁশ দিয়ে নির্মিত পাঁচ তলা মন্দির ভেঙ্গে পাঁচ জন আহতের খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা।
আজ সোমবার বিকালে অতিরিক্ত দর্শনার্থীর ভারে মান্দিরে তৃতীয় তলা ভেঙ্গে পানিতে পরে এই পাঁচ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জন শিশু রয়েছে। আহতের স্থানীয়হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পানির উপর বাঁশ দিয়ে নির্মিত প্রায় ৬০ ফুট উচুতে মন্দিরটি অতিরিক্ত দর্শনার্থীদের চাপে ভেঙ্গে যায়।
খবর পেয়ে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন।
মন্দিরটি পরিদর্শন করে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে আলোচনা করে মন্দিরটি বন্ধ ঘোষণা করেন কর্মকর্তারা।