মো: মাহফুজুর রহমান, রাজবাড়ী টুডে ডট কম:
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন সংরক্ষিত মহিলা অাসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী।
বরিবার সন্ধ্যা ৭ টার দিকে গোয়ালন্দ মোড় বিপিন বাবুর বাড়ি সংলগ্ন এই পূজা মন্ডপ পরিদর্শন করেন।
গোয়ালন্দ মোড় সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে এবছর ১১তম দুর্গাপূজার আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন জেলা অাওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অা: গফুর মোল্লা, সদর থানা অাওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মো: ফজলুল হক, শহীদওহাবপুর ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহিন খান, রাজবাড়ী জেলা শিশু কিশোর মেলার অর্থ বিষয়ক সম্পাদক অা: রহমান খান মনো, ৫ নং ওয়ার্ড অাওয়ামী লীগের সভাপতি রতন দাস সহ প্রমুখ।
পূজা উদযাপন কমিটির সভাপতি রতন কুমার শিকদার ও পঙ্কজ কুমার ভট্টাচার্য এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য রঞ্জন কুমার রুদ্র, অরুন কুমার ভট্টাচার্য, রনি কুমার বাড়ুড়ী প্রমুখ।