খন্দকার রবিউল ইসলাম,রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ীর কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া রেল ষ্টেশন এলাকায় মঙ্গলবার বিকালে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত চশমা ব্যবসায়ীর আব্দুল কুদ্দুস (৪৫) উপজেলার নবাবপুর ইউনিয়নের ত্রিলোচনপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নবাবপুর ইউনিয়নের ত্রিলোচনপুর গ্রামের আঃ কুদ্দুস দীর্ঘদিন যাবৎ ঢাকায় চশমার ব্যবসা করতেন। এলাকায় ও ঢাকায় অনেক টাকা দেনা হয়ে পড়েন।
দেনা পরিশোধ করতে না পেরে মঙ্গলবার বিকালে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী ট্রেনটি রামদিয়া রেল ষ্টেশন এলাকায় আসলে সে ঝাপ আআত্মহত্যা করেন।
রাজবাড়ী জি.আরপি থানার এস আই মোঃ শরিফ জানান, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।