স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এম.এ খালেক এবং সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
জেলা শহরের রেল স্টেশন এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. আবুল হোসেন গাজী, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম শওকত সিরাজ।
এসময় রাজবাড়ী জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান ঝন্টু, সাবেক সভাপতি মোঃ ফরিদ শাহ্ আলম, জেলা বাস্তহারা দলের সভাপতি মহব্বত হোসেন খোকন, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’র সভাপতি খোন্দকার নূরুল নেওয়াজ, থানা ছাত্রদল নেতা ওমর ফারুক মিয়াসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে রেল স্টেশন সংলগ্ন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এম.এ খালেকের চেম্বারের সামনে থেকে নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।