ষ্টাফ রিপোর্টার,রাজবাড়ী টুডে ডট কম: বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামে বিলের পানিতে ডুবে সুরাইয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামের ইয়াকুব আলীর মেয়ে সুরাইয়া (৩) খেলতে খেলতে পাশের বিলপাকুরিয়া বিলের পানিতে পড়ে যায়।
লোকজন পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসে। বালিয়াকান্দি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।