দেবাশীষ বিশ্বাস,রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুণ অর রশিদ হারুনের ছেলে রোকনুজ্জামান রোহান (২৫) কে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা।
আজ বিকাল ৪.০০ টার দিকে বালিয়াকান্দি হাসপাতাল গেটের সামনে লিটন মোল্যার দোকান থেকে তাকে জখম করা হয়। আহত রোহানের বাবা জানায়, বিকালে রোহান ভীমনগরগ্রামে আতর মোল্যার ছেলে ছাত্রদলের সাবেক নেতা লিটনের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় শুরু হয়। এক পর্যায় লিটন তার লোকজন নিয়ে অতর্কিতভাবে রোহানের মাথায় ও শরীরে আঘাত করতে থাকে। রোহান মাটিতে পরে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোঃ ফারুক হোসেন তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম পিটিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবো।
এ বিষয়ে কথা বলতে লিটনের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।