মাসুদ রেজা শিশির,পাংশা প্রতিনিধি:পাংশা উপজেলা বিএনপির উদ্দ্যোগে বিএনপির সদ্য প্রায়ত নেতা আ.স.ম হান্নান শাহ’র স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু’র সার্বিক তত্বাবধায়নে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক এমপি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোসলেম উদ্দিন মোমেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পৌর বিএনপির সভাপতি এ্যাড.শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার, বিএনপি নেতা আব্দুস সালাম, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নুরুল ইসলাম। বক্তারা প্রায়ত নেতা আ.স.ম হান্নান শাহ’র রুহের মাগফেরাত কামনা করেন।