মাসুদ রেজা শিশির, পাংশা প্রতিনিধি:“শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পাংশা উপজেলা পরিষদের সামনে থেকে বন্যাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বটতলায় আলোচনা সভায় মিলিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জর্জ পাইলট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নজীবুল্লাহ, মহিলা উন্নয়ন পরিষদের সভানেত্রী শাহিদা রহমান, গার্লস স্কুলের শিক্ষিকা রেহানা পারভীন প্রমুখ।