বিস্তীর্ণ নীল আকাশে শ্রেত মেঘের ভেলা
প্রাণবন্ত শরতে, ধবল কাশফুলের মেলা।
গোধূলীতে মেঠো পথে একলা অবলা,
গগণে শ্রেত মেঘ, শরৎ মিতালি খেলা।
নান্দনিক রূপে দক্ষিণা পবনে সর্প দোলা
চিরচেনা শরতের কাশফুল আবহমান বাংলা।
শরতের সৌন্দর্য্য স্নিগ্ধ শুভ্রতার প্রতীক ফুল।
প্রাকৃতিক সৌন্দর্য্যের দাবীদার এ কাশফুল।
(লেখক- মো: মাহ্ফুজুর রহমান,
সময়কাল: ২৬/০৯/২০১৬ইং)