খন্দকার রবিউল ইসলাম,রাজবাড়ী টুডে ডট কম: দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী পৌরসভার মধ্যে ১৬টি মন্দিরে ১০হাজার টাকা করে মোট ১লক্ষ ৬০হাজার অনুদান দিয়েছেন রাজবাড়ীর জেলার বিশিষ্ট সমাজসেবক, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী চেম্বার অব-কমার্স অফিসে প্রত্যেক মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন তিনি।
কাজী এরাদত আলী বলেন, “কাউকে সহযোগিতা করার ক্ষমতা নেই তার পরেও আমি আমার নিজ উদ্যোগে চেষ্টা করি প্রতিবার দুর্গাপূজায় সামান্য কিছু অনুদান দিয়ে সরিক হতে।”
পূজা উদযাপন কমিটির নেতারা জানান, “প্রতি বছর এই মানুষটি আমাদের পুজার জন্য অনুদান দিয়ে থাকেন। আমারা সবাই এই মানুষটির দীর্ঘায়ু কামনা করি।”
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ উজির আলী, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক ,পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রদীপ্ত কুমার চক্রবর্তী কান্ত সহ ১৬টি মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ।