কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ী জেলা শহরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীতে শারিরিকভাবে নির্যাতনের সময়ে রমজান মল্লিক (২০) নামে এক ইভটিজার কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বুধবার সকাল সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে শহরের লক্ষীকোল এলাকার ইন্তাজ উদ্দিন সড়কের জনৈক গোপাল সাহার বাড়ির সামনে।
আটককৃত ইভটিজার রমজান জেলা সদরের দাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত গেদু মল্লিকের ছেলে। রমজান পেশায় রাজমিস্ত্রির সহযোগী বলে জানিয়েছে সে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ভিকটিম এক শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে ছাত্রীটি শহরের লক্ষীকোল এলাকার ইন্তাজ উদ্দিন সড়কের জনৈক গোপাল সাহার বাড়ির সামনের পৌছালে আটককৃত রমজান ইভটিজার তার পথ রোধ করে শরীরে হাত দেয়। এ সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রমজান পালানোর চেষ্টা করে। স্থানীয়রা রমজানকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় ।
এ ঘটনায় ছাত্রীর এক আত্মীয় বাদি হয়ে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।