মো: মাহ্ফুজুর রহমান,রাজবাড়ী টুডে ডট কম:রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার DPEO মোঃ তৌহিদুল ইসলাম কে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা হিসাবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়েছে।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ সেপ্টম্বর ঢাকা বিভাগের ১৭টি জেলা শিক্ষা অফিসাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রথম ধাপে ৩ জন DPEO বাচাই করা হয়।
পরে ২২ সেপ্টেম্বর ঐ ৩জ এর স্বাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষা শেষে মোঃ তৌহিদুল ইসলাম কে বাচাই কমিটি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘোষণা করেন।
সূত্রে আরও জানা যায়, ২০১৬ সালে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, শতভাগ ভর্তি নিশ্চিত করণ, শিক্ষার্থী ঝড়ে পাড়ার হার রোধ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অনলাইন ভিত্তিক কার্যক্রমে (SOE E-Primary, বিদ্যালয় স্থাপন বইয়ের তথ্য এন্ট্রি ইত্যাদি) সক্রিয় বিষয়ে ভূমিকা রাখার জন্য রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার DPEO মোঃ তৌহিদুল ইসলাম কে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচন করা হয়।
পদক প্রাপ্তির ব্যাপারে মনোভাব জানতে চাইলে মোঃ তোহিদুল ইসলাম বলেন, “আমি শুধু সরকারে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে সরকার কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করেছি। এর বিনিময়ে কর্তৃপক্ষ আমাকে এত বড় একটা পদক প্রদান করবেন তা আমি ভাবতেও পারিনি। আমি কি পাব বা কি পেয়েছি এ ধরনের ভবনা আমার মধ্যে কখনও ছিল না। তাই আমি এই প্রাপ্তিতে অনেক আনন্দিত।”