মাসুদ রেজা শিশির, পাংশা প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলার ইউনিয়ন সমূহে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ টাকা কেজি চাউল বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার হাবাসপুর ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম ।
এ সময় পাংশা উপজেলা আ.লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
হাবাসপুর ইউপির সুইচ গেট বাজার, চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডলের বাড়ী সংলগ্ন, ইউনিয়ন পরিষদের সামনের বাজার, কায়েক ডাক্তারের মোড় এলাকায় চাউল বিতরনের স্থান গুলোতে গিয়ে দেখা যায় সুবিধা ভোগীরা লাইন ধরে কার্ডের মাধ্যমে ৩শত টাকার বিনিময় ৩০ কেজি করে চাউল গ্রহন করছেন।
সুইচ গেট বাজার এলাকায় এ কর্মসুচীর কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী।
এ সময় ডিলার মোঃ ফজলুল হক,ট্যাক অফিসার মোঃ হযরত আলী খান, ওয়ার্ড আ.লীগের সভাপতি সুলতান প্রামানিক,সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,ইউপি সচিব মোঃ আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউপি সচিব মোঃ আজিজুল ইসলাম ইউপির প্রতিটি স্পটে গিয়ে এ কার্যক্রম দেখভাল করেছেন। সুবিধা ভোগী সাধারণ মানুষ এ চাউল ক্রয় করতে পেরে বেশ আনন্দিত একই সাথে তারা চলমান এ কর্মসূচীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সাথে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিকে সাধুবাদ জানান।
উল্লেখ্য, ঈদের আগে মাছপাড়াতে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবাড়ী-২আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।