রাজবাড়ী টুডে ডট কম: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যকার প্রথম সরাসরি বিতর্কে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন বলে মনে করছেন মার্কিন জনগণ।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে এ বিতর্ক শুরু হয়। ৯০ মিনিটের বিতর্কে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এনবিসি টিভির লেস্টর হল্ট।
এই বিতর্কের পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক তাৎক্ষণিক জরিপে এই ফল ওঠে আসে।
জরিপের ফলে বলা হয়েছে, ৬২ শতাংশ মানুষ মনে করেন বিতর্কে হিলারি জয়ী হয়েছেন। আর মাত্র ২৭ শতাংশ মনে করেন ট্রাম্প জয়ী হয়েছেন।
করমর্দনের মাধ্যমে বিতর্কের শুরু করলেও দুই প্রার্থীই একে অপরকে বাক্যবাণে ঘায়েল করার চেষ্টা করেন।
বিতর্কে তারা কর্মসংস্থান, আয়কর, পররাষ্ট্রনীতি, সন্ত্রাসবাদ, বর্ণবাদ প্রভৃতি প্রসঙ্গ নানা তথ্য-উপাত্ত তুলে ধরে কাঁদা ছোড়াছুড়িও করেন।
বিতর্কের পর সিএনএনের সাংবাদিকদের একটি ফ্যাক্ট চেকিং (সত্যানুসন্ধান) টিম বিতর্ককালে ট্রাম্প ও হিলারি যেসব তথ্য দিয়েছেন, তার সত্যতা যাচাই করেন।
এতে দেখা যায়, ট্রাম্প অতীতে মনগড়া ধারণা ও তথ্য দিয়েছেন বলে হিলারি অভিযোগ করেন।
সিএনএন জানিয়েছে, জলবায়ু পরিবর্তনসহ বেশ কিছু বিষয়ে হিলারির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কিন্তু কর্মসংস্থানসহ বেশ কিছু ইস্যুতে হিলারি যেসব বক্তব্য দিয়েছেন, তা বিভ্রান্তিকর।