স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর পাংশায় একটি দেশী তৈরী ওয়ান শুটারগান ও কার্তুজসহ মুকুল মন্ডল নামে এক চরমপন্থীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
রোববার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুকুল জীবননালা এলাকার বিশে মন্ডলের ছেলে।
রাজবাড়ীর ডিবি পুলিশের এসআই মোঃ কামাল হোসেন ভূইয়া জানান, রোববার ভোরে গোপন সংবাদে জানা যায় পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা এলাকায় চরমপন্থী বাহিনীর সদস্যরা মিটিং করছে। এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থী সদস্যরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে মুকুলকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। তবে অন্যরা কৌঁশলে পালিয়ে যায়।
এসআই কামাল আরও জানান, চরমপন্থী মুকুলকে গ্রেফতারে পাংশা উপজেলাবাসীর মনে স্বস্থিভাব বিরাজ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।