রাজবাড়ী টুডে ডট কম: অফিস সময়ের পর কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে অবস্থান করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় ও বিভাগের কারো যদি রাতে সচিবালয়ে অবস্থান করা অপরিহার্য হয়, তবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২-এর যুগ্ম সচিব মো. সাহেদ আলী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিঠিতে বলা হয়, কেবলমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অফিস সময়ের পর সচিবালয়ে কেউই অবস্থান নিতে পারবেন না।