স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে খাদ্য অধিদফতর পরিচালিত হত-দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি মূল্যে চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে জেলা সদরের বসন্তপুর বাজারে মোঃ শাহিন ফকিরের ডিলারে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্ভোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ এম.এ খালেক ও সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নূর মহল আশরাফী।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চন্দ্র বসু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ আতাহার হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন, বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান গাজী ও পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আইয়ুব আলী ফকির।