মো:মাহফুজুর ররহমান,রাজবাড়ী টুডে ডট কম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড, প্রাপ্তিতে আনন্দ র্যালী করেছে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকাল ৫টায় গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ চত্ত্বর থেকে আনন্দ র্যালীটি বের হয়। র্যালীটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ অফিসে সমবেত হয়ে আলোচনা সভা হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশ করে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম মন্ডল।
র্যালীতে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিব রেজা টুটুল, যুগ্ম- সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জুলহাস মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম সুজ্জল অংশ গ্রহণ করেছে।
গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান শিমুল এর পরিচালনায় ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম বাতেন সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধূরী আসাদ, সহ-সভাপতি এনামুল হক লিটন, অন্যতম ছাত্রলীগ নেতা শেখ লিয়াকত হোসাইন, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, ছোট ভাকলা ইউ.পি ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মন্ডল সহ প্রমুখ। উপজেলা, ৪টি ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ আনন্দ র্যালীতে অংশ গ্রহণ করেন।