স্টাফ রিপোর্টার,রাজবাড়ী টুডে ডট কম: সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সার্চ কমিটির মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের নামে সার্চ কমিটি করুন আর যাই করুন, জনমতের বাইরে গিয়ে কোনো কমিটি জনগণ মেনে নেবে না।’
মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নবম কারামুক্তি দিবসে ঢাকা মহানগর বিএনপির আলোচনায় ফখরুল এসব কথা বলেন।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন খালেদা জিয়া। ঈদুল আজহার কারণে ওই দিনের কর্মসূচি বাতিল করে আজ পালন করা হয়। মহানগর বিএনপি আয়োজিত আলোচনায় বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ অনুষ্ঠানস্থলে আসেন।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন ছাড়া বিএনপি নির্বাচন চায় না। গৃহপালিত নির্বাচন কমিশনের অধীনে আবারো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না।’
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি-জামায়াত জোট ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে। আগামী জাতীয় নির্বাচনও নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে বলে জানাচ্ছে দলটি। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনে হবে এবং সে নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ নেবে।
নির্দলীয় সরকারের পাশাপাশি শক্তিশালী নির্বাচন কমিশন করার দাবি আছে বিএনপির। বর্তমান কমিশন নিয়ে দলটির জোরালো আপত্তি আছে। এই কমিশন সরকারের প্রভাবদুষ্ট বলে অভিযোগ করছে দলটি।
রকিবউদ্দীন আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে সহসা। এরই মধ্যে নতুন কমিশন গঠনে সার্চ কমিটি করার জন্য ফাইল চলাচল শুরু হয়েছে বলে খবর বের হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘গৃহপালিত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনও মেনে নেয়া হবে না।’