ফখরুল ইসলাম,জাপান থেকে(রাজবাড়ী টুডে ডট কম):
জাপানে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি’র উদ্যোগে ঈদ পুণর্মিলনী ও পরিচিতি সভা ও অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির সভাপতি বাদল চাকলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক নান্নু এম ডি এস ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত রাভাব ফাতেমা,বিশেষ অতিথি ছিলেন মোঃ হাসান আরিফ কমার্শিয়াল কাউন্সেলর জাপান। আরও উপস্থিত ছিলেন প্রবাসী রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, সাংবাদিকসহ তাদের পরিবারেরর সদস্যরা।
অনুষ্ঠানে কোরবানির গরু গোশত দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয় । শেষে সভাপতি বাদল চাকলাদার অতিথিদের জাপানিজ ফল পরিবেশন করেন।