স্টাফ রিপোর্টার (রাজবাড়ী টুডে):পবিত্র ঈদুল আযহা শেষে কর্মস্থলে ফেরা মানুষের চরম দর্ভোগ পোহাতে হচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়ায়। পদ্মা নদীর তীব্র স্রোতে শুক্রবার সন্ধ্যা সাডে সাতটা পর্যন্ত বন্ধ রয়েছে দুটি ঘাট। অন্য দুটি চালু থাকলেও তা সীমিত পরিসরে যানবাহন পারাপার করছে।
এদিকে,ঘাট সচল না থাকায় দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ জট। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ রেল লাইন পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঘাট সংকটের কারণে ফেরি পল্টনে ভিড়ার জায়গা না পাওয়ায় অলস বসিয়ে রাখা হয়েছে কয়েকটি ফেরি।
দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিটিসির ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম জানান, ফেরী সংকট নেই। নদীতে প্রবল স্রোত ও ঘাট সংকটের কারণে ফেরি ভিড়ার জায়গা না থাকায় সবগুলো ফেরি চলতে পারছে না।
এমন বাস্তবতায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের বিকল্প হিসেবে বঙ্গবন্ধু সেতু ব্যবহারের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।