রাজবাড়ী টুডে ডেস্ক: চাঁদপুরের নয় বছরের শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগে করা মামলায় গৃহকর্তা ওমর ফারুককে গাজীপুর থেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর থেকে গাজীপুর পুলিশের সহায়তায় তাকে আটক করে চাঁদপুর পুলিশ। গাজীপুরে ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করত ওই শিশুটি। বাড়ি যেতে চাওয়ার কারণে তার ওপর অমানবিকভাবে নির্যাতন করা হয়। সারা গায়ে নির্যাতনের ক্ষত নিয়ে চাঁদপুরে চিকিৎসা নিচ্ছে শিশুটি।
এ ঘটনায় ওমর ফারুক, তার স্ত্রী মনি বেগম ও তাকে কাজ দিতে নিয়ে যাওয়া মোস্তফা সরদারকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে শিশুটির প্রতিবেশী হাইমচর এলাকার শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।
ওমর ফারুককে গ্রেপ্তারের আগে মোস্তফা সরদারকে নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের জয়দেবপুর এলাকায় অভিযান চালায় চাঁদপুর পুলিশের একটি দল। সেখান থেকে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। অভিযান টের পেয়ে ওমর ফারুকের স্ত্রী মনি বেগম পালিয়ে যায়। নির্যাতনের শিকার শিশুটিতে প্রথমে হাইমচর স্বাস্থ্যকেন্দ্রে ভতির করা হলেও জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর