রাজবাড়ী টুডে: আগামী ১৮ সেপ্টেম্বের থেকে ৬৫ বছর বা তৎউর্ধ্ব বয়সের বাংলাদেশী জ্যৈষ্ঠ নাগরিকদের ভিসা আবেদন জমা দেবার ক্ষেত্রে কোন প্রকার সাক্ষাৎকারের তারিখ /ই-টোকেনের নেওয়ার প্রয়োজন নেই।
বৃহস্পতিবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জ্যৈষ্ঠ নাগরিকগণ নিজেরাই বাংলাদেশের যেকোন ইন্ডিয়ান ভিসা সার্ভিস সেন্টারে গিয়ে ভিসা আবেদন জমা দিতে পারবেন।
সম্প্রতি ভারত সরকার ৬৫ বছর বয়স উর্ধ্ব বাংলাদেশী নাগরিক ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন বলে ঘোষনা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি বয়:জ্যৈষ্ঠদের সুবিধাকল্পে শুভেচ্ছা নিদর্শনস্বরূপ একটি পদক্ষেপ। এতে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে ভারতীয় ভিসার পাওয়ার সুবিধা আরও একধাপ উন্নিত হবে বলে আশা করা যায় ।
এতোদিন ভারতীয় ভিসা পেতে ই-টোকেন বা সাক্ষাতের তারিখ নিতে হতো। অনলাইনে বিভিন্ন এজেন্সির মাধ্যমে এটা করা হতো। ভিসা প্রত্যাশিদের এর জন্য ২৫০০ থেকে ৩৫০০ টাকা গুনতে হতো। সময়ও লাগতো অন্তত সাত দিন।