রাজবাড়ী টুডে ডেস্ক:ত্যাগের ঈদে কোরবানির পাশাপাশি আরও এক ত্যাগের দৃষ্টান্ত রাখলেন টাইগার ক্রিকেট তারকা মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার সকালে ঈদ জামাতে উপস্থিত হয়ে নিজ গ্রামের ঈদগাহের উন্নয়নে লাখ টাকা দেয়ার ঘোষণা দেন তিনি।
মুস্তাফিজ সমবেত মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘আমার গ্রামের এই ঈদগাহের উন্নয়নে আমি এক লাখ টাকা দিলাম। প্রয়োজনে আরও দেবো।’
ঈদের জামাত শেষ হতেই মুস্তাফিজের এই ঘোষণায় তাকে আরও বেশি করে দোয়া করলেন গ্রামের মানুষ। বললেন, ‘আমাদের মুস্তাফিজ বিশ্ব ক্রিকেটে অপ্রতিদ্বন্দ্বী হয়ে থাকবেন।’
ঈদুল ফিতরের সব আনন্দ ম্নান হয়ে গিয়েছিল মুস্তাফিজের চাচাতো ভাই মোতাহারের আকস্মিক মৃত্যুতে। ঈদ জামাতে যাওয়ার মুহূর্তে ওই দুর্ঘটনায় ভেঙ্গে পড়েছিলেন মুস্তাফিজ।
এবার সেই কষ্ট চেপে সবার সঙ্গে ঈদ আনন্দে শরিক হলেন তিনি। কোরবানি দিয়েছেন দুই লাখ টাকায় কেনা নেপালী গরু। সবাইকে নিয়ে ঈদ জামাতে অংশ নিয়েছেন।
এদিন কাটার মাস্টারকে ঈদ মুবারক জানাতে বাড়িতে এসেছেন শত মানুষ। তার বুকে বুক মিলিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন ছেলে-বুড়ো সবাই।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়ার মুস্তাফিজ। এই গ্রামেই বেড়ে ওঠেছেন হাল আমলের ক্রিকেট বিস্ময়।
সূত্র: যুগান্তর