স্টাফ রিপোর্টার(রাজবাড়ী টুডে- বিকাল ৫:০০): রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন স্বল্পতায় অনেক যাত্রীই বেছে নিয়েছেন লোকাল বাস। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াতকারী অনেকেই লোকাল বাসে করে যাচ্ছেন পাটুরিয়া ঘাটে। কিন্তু ঘাটের প্রায় তিন কিলোমিটার আগেই আটকে যাচ্ছে বাসগুলো। ফেরি পারাপারের অপেক্ষায় থাকা শত শত যানবাহনের চাপে ঘাট পর্যন্ত যেতেই পারছে না লোকাল বাসগুলো।
সেখানেই যাত্রীদের নামিয়ে দিচ্ছে বাস থেকে। ফলে এই পথ হেঁটেই যেতে হচ্ছে। তবে ঘাটের অধা কিলোমিটার আগে থেকে ঘাট পর্যন্ত ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিক্সার আছে যাত্রী বহনে।