স্টাফ রিপোর্টার (রাজবাড়ী টুডে): শুক্রবার সকাল থেকেই পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে বাড়ী ফেরা মানুষের দূর্ভোগ বেড়েছে। দুই থেকে তিন ঘন্টারও বেশি সময় পারাপারের অপেক্ষায় আছে যানবাহন।
কর্তৃপক্ষ ছোট গাড়িগুলোকে লিংক রোড দিয়ে সিরিয়াল করালেও সেখানেও যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার রাতে দৌলতদিয়া সবকটি ঘাট সচল করা হলেও, আগের চাপ এখনো রয়েছে উভয় ঘাটেই।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘাট ঠিক হওয়ার আগের গাড়ির চাপ সৃষ্টি হওয়ায় এবং নদীতে তীব্র স্রোত থাকায় এই সমস্যা দেখা দিয়েছে।