মোঃ মাহ্ফুজুর রহমান( রাজবাড়ী টুডে): পবিত্র ঈদ-উল- আজাহা উদযাপন উপলক্ষে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইউনিয়নের ২,৩৬৬টি পরিবারের মাঝে ভি.জি.এফ এর চাল বিতরণ করা হয়েছে।
পদ্মা নদী ভাঙ্গন ও নদীর পানিতে বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম মন্ডল।
গত বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ইউনিয়নের নদী ভাঙ্গণ ও বন্যায় ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ১০ কেজি ১০ টাকা দ্বরে ২ হাজার ৩শত ৬৬ জনকে এ চাল দেওয়া হয়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে ভিজিএফ এর চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিব রেজা টুটুল, যুগ্ম- সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জুলহাস মোল্লা, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মোল্লা সহ প্রমুখ।