ফের বিতর্কে সেন্সর বোর্ড। এবার ক্যাটরিনা কাইফ অভিনীত ‘বার বার দেখো’ সিনেমার তিনটি দৃশ্য ছাঁটাইয়ের প্রস্তাব দিল সেন্সর বোর্ড। জানা গেছে, এই রোমান্টিক-কমেডির একটি ‘ব্রেসিয়ারের’ শট এবং অ্যাডাল্ট কমিক সিরিজ ‘সবিতা ভাবী’-র উল্লেখ রয়েছে, এমন একটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড।
বিষয়টিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের সিইও অনুরাগ শ্রীবাস্তব। তিনি বলেছেন, আমরা এই সিনেমার তিন-চারটি দৃশ্য বাদ দিতে বলেছি। তবে কোন দৃশ্য ছাঁটতে বলা হয়েছে বা কোন ধরনের আপত্তি তোলা হয়েছে, সে ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন শ্রীবাস্তব। তিনি বলেছেন, নির্দেশিকা লঙ্ঘন করলে যে কোনো সিনেমার দৃশ্য বাদ দিতে বলা হয়। এটা খুব স্বাভাবিক। নিত্য মেহরা পরিচালিত এই সিনেমায় দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রকেও।
আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। ওই একই দিনে মুক্তি পেতে চলেছে নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘ফ্রিকি আলি’।
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে বিভিন্ন সিনেমায় বিভিন্ন দৃশ্যে আপত্তি তুলে বিতর্কে জড়িয়েছে সেন্সর বোর্ড। ‘উড়তা পাঞ্জাব’, ‘জয় গঙ্গাজল’, ‘অ্যাংরি ইন্ডিয়ান গডনেস’-এর মতো সিনেমার ক্ষেত্রে পহলাজ নিহালনির সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল দেশের সিনে মহলে। সূত্র: এবিপি আনন্দ