গেলো কয়েক দিনের বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
সোমবার নদী ভাঙনের শিকার সদর উপজেলার উড়াকান্দা এলাকা পরিদর্শনে গিয়ে এ দাবি জানান তিনি। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। স্থানীয়রা অভিযোগ করেন পর্যাপ্ত সহায়তার অভাবে চরম বিপাকে আছেন তারা। অনেক পরিবারের শেষ সম্বলটুকুও গিলে গেয়েছে পদ্ম। এখন সরকারি সহায়তার দিকেই তাকিয়ে আছেন ভাঙন কবলিত মানুষগুলো।
রাজবাড়ী শহর রক্ষা বাঁধের একেবারেই কাছাকাছি চলে এসেছে পদ্মা , শেষ সময়ে পানি উন্নয়ন বোর্ডের কাজের সমালোচনা করেন খৈয়াম। বলেন, সঠিক সময়ে কাজ শুরু করলে এতো মানুষের ক্ষতি হতো না। এসময় তার সাথে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি , জেলা বিএনপি ও ছাত্রদলের নেতারা।