খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী): রাজবাড়ী শহররক্ষা বাঁধ রক্ষা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ণবাসনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বরাট ইউনিয়নের এলাকাবাসী।
২৮আগষ্ট রোববার বিকেল ৫টার দিকে উড়াকান্দা বাজারে এলাকাবাসী আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বরাট ইউনিয়নের চেয়াম্যান মনিরুজ্জামান সালামের সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক কে এ সবুর শাহিন,নায়েব আলী, শফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম খান, আবুল কালাম আজাদ, রিয়াজ আলী শেখ প্রমুখ।
বক্তারা বলেন বরাট ইউনিয়নের উড়াকান্দা দেওয়ানবাড়ী ও নয়ন সুখ এলাকায় পদ্নার নদীর তীব্র স্রোতের কারনে বেশ কয়েকটি গ্রামের ১হাজাররের বেশি বশত বাড়ীঘর নদীগর্বে বিলিন হয়ে গেছে। এই ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন ও রাজবাড়ী শহর রক্ষা সংস্কারের জোর দাবি জানান।
এসময় বক্তারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহেলা কে দায়ী করে বক্তারা বলেন, পানি উন্নয়নের কর্মকর্তা কোটি কোটি টাকা লুট করে খাওয়ার জন্য আগে থেকে এই নদী ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা গ্রহন করেনি।