বড় নাশকতা করার মতো প্রস্তুতি ছিলো নারায়নগঞ্জে নিহত তিন জঙ্গির। তাদের কাছে পাওয়া অস্ত্রের মধ্যে একটি অত্যাধুনিক একে ২২,একটি পিস্তল ও ছয়টি গ্রেনেড ছিল। এর মধ্যে দুটি গ্রেনেড তারা পুলিশকে লক্ষ করে ছুড়ে মারে। দুটি গ্রেনেড পুলিশ নিষ্ক্রিয় করেছে। আর দুটি গ্রেনেড পাশের একটি টিনের চালের ওপর পড়ে থাকতে দেখা গেছে।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিএমপির এডিসি ছানোয়ার হোসেন জানান, একটি বড় নাশকতার জন্য পর্যাপ্ত অস্ত্র জঙ্গি আস্তানাটিতে ছিলো।