মো: মাহ্ফুজুর রহমান, রাজবাড়ী টুডে:
আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন কলেজ ও ভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা রাজবাড়ীর গোয়ালন্দে গড়ে তুলেছে সামাজিক সংগঠন ‘আহবান’।
গত ৩০ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গণে সংবর্ধনা ও রক্তক্ষয়ী মহান বিজয়কে স্মরণ করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সামাজিক সংগঠন আহবান।
আয়োজিত অনুষ্ঠানে গোয়ালন্দের কৃতি সন্তান সংগীত শিল্পী তৌকির আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়।
গত ২৮ মে ২০১৬ ইং তারিখে ঢাকা ওসমানী মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ‘লোক সঙ্গীত’ বিভাগে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পেয়েছে গোয়ালন্দের কৃতি সন্তান তৌকির আহমেদ। এ উপলক্ষ্যে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সুলতানুর ইসলাম মুন্নু, শহিদুল ইসলাম বাবলু, শিক্ষক নির্মল কুমার চক্রবর্তি, শিক্ষানুরাগী মামুন-অর-রশিদ, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ ইউনুছ মোল্লা, মোঃ রফিকুল ইসলাম সালু, আহবান সামাজিক সংগঠনের আহবায়ক এম তৌহিদুর রহমান, সদস্য সচিব এসএ সুমন, তৌফিকুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তৌকির আহম্মেদ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্যার পাড়ার আবদুর রাজ্জাকের ছেলে ও গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের মানবিক বিভাগ দ্বাদশ শ্রেনীর ছাত্র। বাবা স্থানীয় একটি কিন্ডার গার্টেনের শিক্ষক এবং মা সুলতানা বেগম গৃহিনী।