খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে:
রাজবাড়ী বাস টার্মিনাল থেকে মুরগির ফার্ম পর্যন্ত সড়ককে চার লেন করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তাফা।
রবিবার রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ কথা জানান তিনি।
গোলাম মোস্তফা জানান, এই চার লেন রাস্তা নির্মাণে বড় বাধা অবৈধ দখল। অবৈধ দখলবাজরা সড়ক ও জনপথ বিভাগের অনেক জমি দখল করে বাড়ি ও দোকান ঘর বানিয়ে রেখেছে। এগুলো উচ্ছেদ করা না গেলে রাস্তা সম্প্রসারণ সম্ভব নয়।
এসম আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ বলেন, ‘দখল বাজদের উচ্ছেদ করার জন্য সবাই এক সাথে সড়ক ও জনপথ বিভাগ কে সহযোগিতা করবো।’
জেলা প্রশাসক জিনাত আরা’র সভাপতিত্বে সভায় পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার(সার্কেল) মোঃ আছাদুজ্জামান আসাদ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম সহবিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা বক্তব্য রাখেন।
সভায় পূর্বের সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দা নওশীন পন্নিনী।