মো: মাহ্ফুজুর রহমান, রাজবাড়ী টুডে ডট কম:
রাজবাড়ীতে রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক জিনাত আরা সভাপতিত্বে সভার আলোচ্য বিষয় পাঠ করেন জেলা ম্যাজিস্ট্রেট মো: মনোয়ার হোসেন মোল্লা।
এসময় রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, রাজবাড়ীর সিভিল সার্জন ডা: রহিম বক্স, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বালিয়াকান্দি ও পাংশা উপজেলার নির্বাহী অফিসার , র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধূরী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: এম এ খালেক, গোয়ালন্দ উপজেলার পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ প্রমুখ ।
সভায় জেলার সার্বিক অপরাধ প্রবণতা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত(ইভটিজিং, খাদ্যে ভেজাল বিরোধী অভিযান প্রভৃতি) পরিচালনা, চোরাচালান বিরোধী অভিযান, মাদক বিরোধী অভিযান, জেলায় জঙ্গীবাদ দমণে জনসচেনতা সৃষ্টি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় ।