মো: মাহ্ফুজুর রহমান,রাজবাড়ী টুডে ডট কম:
‘জানবো-জানাবো, দূনীর্তি রুখবো’ এই প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে ২দিন ব্যাপী তথ্য মেলার শুরু হয়েছে। তথ্য মেলায় আলোচনা সভা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার বিকালে রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি(সনাক) রাজবাড়ী, টিআইবি অনুষ্ঠানের আয়োজন করেছে।
২দিন ব্যাপী তথ্য মেলার শুভ উদ্ধোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা। মেলায় রাজবাড়ী জেলার সরকারি , বেসরকারি, বিভিন্ন সংস্থা থেকে ৩২টি প্রদর্শনী ষ্টল অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি মেলা উদ্ধোধন শেষে ষ্টলগুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো: আলমগীর হোসেন, সচেতন নাগরিক কমিটি(সনাক) সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা সহ প্রমুখ।